খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল কাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আগামীকাল শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে ওই দিন বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হবে এ দোয়া মাহফিল।
গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চেয়ারপারসনের জন্মদিনে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।’
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও খালেদা জিয়ার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে, বাবার কর্মস্থলে। ১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহবধূ থেকে রাজনীতিতে নাম লেখান খালেদা জিয়া। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান, ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।
ধর্মভিত্তিক একটি দল অপপ্রচার চালাচ্ছে
ধর্মভিত্তিক একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। বিশেষ উদ্দেশ্যে নানা কল্পকাহিনী তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।’
রিজভী বলেন, ‘চট্টগ্রামে ভাইরাল হয়েছেন এক চিকিৎসক। তাঁর কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাঁর ওপর কেউ হামলাও করেনি। অথচ তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বলেছেন। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।’