বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ , ২৯.শ্রাবণ.১৪৩২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪২, ১৪ আগস্ট ২০২৫

আবার সীমান্ত বাণিজ্য চালু করতে আগ্রহী ভারত-চীন

আবার সীমান্ত বাণিজ্য চালু করতে আগ্রহী ভারত-চীন
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তার প্রেক্ষাপটে সীমান্ত বাণিজ্যআবার চালুর উদ্যোগ নিয়েছে ভারত-চীন সংগৃহীত

এই উদ্যোগকে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব বিস্তারে ভারত ও চীনের প্র্রতিযোগিতাা দীর্ঘদিনের।কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দেশ সম্পর্কে উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যের বরাতে আল জাজিরা জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার নয়াদিল্লিতে আলোচনায় যোগ দেবেন। জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বেইজিং সফর করেন। সরাসরি ফ্লাইট চালু ও পর্যটক ভিসা প্রদান আবার শুরুর চুক্তির পাশাপাশি এই আলোচনা দুই দেশের মধ্যে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
    
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে চীন-ভারত সীমান্ত বাণিজ্য সহযোগিতা সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আরও জানিয়েছে, সীমান্ত বাণিজ্য পুনরায় শুরুসহ সীমান্ত পারাপার বিনিময় ও সহযোগিতার বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টের শেষ দিকে চীন সফর করতে পারেন। ২০১৮ সালের পর এটি হবে মোদীর প্রথম চীন সফর। তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বেইজিং জানিয়েছে, ৩১ আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে চীন প্রস্তুত।