শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ১৭.শ্রাবণ.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:০১, ২ আগস্ট ২০২৫

পাঁচ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

পাঁচ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
ছবি : পলিটিক্সবিডি

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালির সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে। সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।

তিনি বলেন, ‘এই ঘোষণাপত্রে আসলে সব দলের সিগনেচারের প্রয়োজন হবে কি না, তা আমরা এখনো জানি না। আমরা মনে করি, মূলত যে যে ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেন্সাস আছে, ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে ৫ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে।’

মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিটিভি বেতার, বিশেষ করে পিআইডি অনেক কাজ করেছে।  গবেষণামূলক কাজ করেছে পিআইব। শহীদ সাংবাদিকদের সহযোগিতার চেষ্টা করেছে। সব মিলিয়ে তথ্য মন্ত্রণালয়ের বেশিরভাগ দপ্তর, অধিদপ্তর সংস্থা এ নিয়ে কাজ করেছে।

তথ্য উপদেষ্টা বলেন, এক বছর আগে আন্দোলন হয়েছিল অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ২ হাজারর কাছাকাছি মানুষ শহীদ হয়েছিল। হাজার হাজার মানুষ আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন। আমরা মূলত বারবার আমাদের কাজের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে কীভাবে আমরা আমাদের শহীদদের স্মরণ রাখতে পারি। শহীদদের আমরা যতদিন স্মরণ রাখব, আহতদের মর্মপীড়া আমরা যতদিন অনুভব করব, ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। আমরা তাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে যেহেতু একটি স্বাধীন নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি।