পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে গুজব
কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপির চার নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় চার নেতা কক্সবাজারে গেলেন ঘুরতে। কিন্তু সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করার খবর ছড়িয়ে পড়ে। পিটার হাস বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
তবে বৈঠকের খবরটিকে ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন এক্সিলারেট এনার্জি বাংলাদেশ কর্তৃপক্ষ এবং এনসিপি। তাদের দাবি, এনসিপির উচ্চপদস্থ নেতারা কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি, বরং বর্তমানে তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।
মঙ্গলবার দুপুরে এক্সিলারেট এনার্জির বাংলাদেশ কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিটার হাস এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। তাই কক্সবাজারের খবরটি ভিত্তিহীন।
একইদিন দুপুরে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানান, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক খবরে দাবি করা হয়, এই মহূর্তে বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন। কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে তারা বৈঠক করবেন।
এনসিপি নেতারা হলেন- সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ।