বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ , ২৯.শ্রাবণ.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৩৩, ১৪ আগস্ট ২০২৫

দুদক সংস্কারে প্রস্তাবিত আইনগুলো

দু-এক মাসের মধ্যে হবে: আইন উপদেষ্টা

দু-এক মাসের মধ্যে হবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের দুর্নীতি দমনবিষয়ক সংস্কার কমিশন দুদক সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবিত আইনগুলো আগামী দু-এক মাসের মধ্যে করা হবে।’
    
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দুদক সংস্কার কমিশনের সব সুপারিশের পক্ষেই মোটাদাগে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশন দুদক সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী দু-এক মাসের মধ্যে করা হবে।”