বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ , ২৯.শ্রাবণ.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৪৫, ১৪ আগস্ট ২০২৫

আইএসপিআরের বিবৃতি

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে এসব ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর ছবি:সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খূলে বিভ্যান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) । 

বুধবার (১৩ আগস্ট) ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে’ শীর্ষক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।