বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ , ২৯.শ্রাবণ.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১৩ আগস্ট ২০২৫

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ

সরকারকে এক মাসের আল্টিমেটাম

সরকারকে এক মাসের আল্টিমেটাম
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচি ছবি:সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে আবারও সরকারকে এক মাস সময় দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে এ ঘোষণা দেন সংগঠটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বরে অর্ধদিবস এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালান করা হবে। একইসঙ্গে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সদস্যসচিব বলেন, এমপিওভুক্ত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।এ বিষয়ে মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত। তবে সব দাবি একবারে পূর্ণ করা সম্ভব নয় বলে জানিয়েছে।এই দাবিগুলোর পূরণে কি পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, আমরা বাড়ি ভাড়ার ওপর গুরুত্ব দিয়ছি। আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো না হলে একমাস পর আগামী ১৪ সেপ্টেম্বর দেশের প্রতিটি এমপিওভুক্ত স্কুল মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান অর্ধদিবস কর্মবিরতি এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তারপরও দাবি না মানা হলে আরও ১ মাস অপেক্ষা করে ১২অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মস্থান কর্মসূচি পালন করা হবে।