রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩১, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৩২, ১৯ আগস্ট ২০২৫

যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক দরকার : ট্রাম্প

যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক দরকার : ট্রাম্প
ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যুদ্ধ শেষ করার জন্য অস্ত্রবিরতির প্রয়োজন নেই। এই মুহূর্তে দরকার ত্রিপক্ষীয় বৈঠক। দীর্ঘ মেয়াদে শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররাও উপস্থিত ছিলেন। হোয়াইট হাউজে বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলে যুদ্ধ শেষ করতে পারে। তবে একটি ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে।

শান্তি চুক্তির জন্য ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার দরকার নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ওয়াশিংটন। ইউক্রেনকে খুব ভালো সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন আগ্রহী। কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনীয়দের সমর্থন আছে।