দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে গণ-শুনানি চলাকালে হামলার শিকার হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) সকালে বিজেপি দলীয় এ মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাগজপত্রসহ এক ব্যক্তি গুপ্তার কাছে গিয়ে কথা বলছিলেন, এরই এক পর্যায়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী গুপ্তা হাতে ও মাথায় আঘাত পেয়েছেন। তবে আঘাত তেমন গুরুতর নয় বলে ধারণা পাওয়া গেছে।
এনডিটিভি জানিয়েছে, প্রায় ৪০ বছর বয়সী হামলাকারীর নাম রাজেশ সাকরিয়া। দিল্লির বাসিন্দা রাজেশ পারিবারিকভাবে গুজরাটের রাজকোট এলাকার মানুষ।
কর্মকর্তারা জানান, তার মা দাবি করেছেন, রাজেশ একজন কুকুরপ্রেমী আর জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি থেকে সব পথ-কুকুরকে আবাসিক এলাকা থেকে দূরে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার সুপ্রিম কোর্টের আদেশে তিনি ক্ষুব্ধ ছিলেন।
হামলার খবর পেয়ে বিজেপির শীর্ষ নেতারা এবং দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুপ্তার বাসভবনে ছুটে যান। তাকে চিকিৎসকরা পরীক্ষা করছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা হরিশ খুরানা। তিনি বলেন, “ঘটনাটি নিন্দনীয়, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা নিয়ে তদন্ত হওয়া উচিত।”
দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা এ ঘটনার জন্য রাজনৈতিক বিরোধীদের দিকে আঙ্গুল তুলেছেন।
অন্যদিকে, বিরোধীদল আম আদমি পার্টির নেতা আতিশি মারলেনা সিং ঘটনাটির নিন্দা জানিয়ে বলেছেন, “গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদের জায়গা আছে, কিন্তু সহিংসতার জায়গা নেই। আশা করি, মুখ্যমন্ত্রী নিরাপদ আছেন।”
দিল্লি পুলিশের কমিশনার এসবিকে সিং জানিয়েছেন, এ ঘটনায় বড় ধরনের যে নিরাপত্তা ত্রুটি ঘটেছে, তা কীভাবে সম্ভব হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।