রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৮, ১৭ আগস্ট ২০২৫

ডোনেস্কের বিনিময়ে লড়াই স্থগিত রাখবেন পুতিন: জেলেনস্কিকে ট্রাম্প

ডোনেস্কের বিনিময়ে লড়াই স্থগিত রাখবেন পুতিন: জেলেনস্কিকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংগৃহীত

ইউক্রেনের কিছু ভূখণ্ডের বিনিময়ে রাশিয়া লড়াই স্থগিত করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
    
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  বৈঠকে ভূমির দখল নিয়ে কথা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প বলেছেন, তাদের শিল্পাঞ্চল ডোনেস্কের বিনিময়ে সম্মুখভাগের প্রায় সমস্ত রণাঙ্গনে (ফ্রন্ট লাইনস) যুদ্ধ স্থগিত করবেন পুতিন। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। 

আলাস্কা বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া শক্তিধর দেশ এবং ইউক্রেন সেটা নয়। তাদের উচিত একটা সমঝোতায় আসা।

ডোনেস্কের প্রায় তিন-চতুর্থাংশ ইতোমধ্যে রুশ নিয়ন্ত্রণে চলে গেছে। ২০১৪ সালে এখানে প্রথম আগ্রাসন শুরু করে মস্কো। এখন পর্যন্ত প্রায় এক-পঞ্চমাংশ ইউক্রেনীয় ভূমি মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয়টি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, যুদ্ধ বন্ধের প্রাথমিক শর্ত হচ্ছে হত্যাযজ্ঞ থামানো। কিন্তু লড়াই স্থগিত করায় রাশিয়ার অনীহার কারণে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও জটিল হয়ে উঠেছে।