বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য ইন্টারনেট বন্ধ

বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। আগামী অন্তত ৩ সপ্তাহ স্থগিত থাকবে এই পরিষেবা বন্ধ থাকবে বলে শুক্রবার (৮ আগস্ট) জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার হবে। তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দওয়ের বরাতে জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার কেন্দ্রে পাঠানো এক নোটিশে বলা হয়েছে, এই এলাকায় যাতে তাৎক্ষণিকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ৩১ আগস্ট পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার কথা উল্লেখ করা হয় তাতে। কারণ হিসেবে জানানো হয়, এখানে পরিস্থিতি ভালো নয়, বিপর্যয় শুরু হয়েছে।
জানা গেছে, বেলুচিস্তানে অস্থিরতা বাড়ছেই। পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারিতে পুরো পাকিস্তানে হওয়া সন্ত্রাসী হামলার ৬২ শতাংশই হয়েছে বেলুচিস্তানে। এর মধ্যেই বুধবার (৫ আগস্ট) বেলুচিস্তানে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালান বিদ্রোহীরা। এতে সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় পাল্টা অভিযানে নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর চার সদস্য।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তান ভৌগোলিক আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম রাজ্য বা প্রদেশ। এটি পাকিস্তানের সবচেয়ে জনবিরল, স্বল্পোন্নত ও দারিদ্র্যপীড়িত রাজ্য।