সোমবার, ১১ আগস্ট ২০২৫ , ২৬.শ্রাবণ.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১০ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল, হাসপাতালে ২৪ হাজার জন

ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল, হাসপাতালে ২৪ হাজার জন
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি,মৃত্যু হয়েছে জুলাইয়ে ছবি: ইন্টারনেট

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৮ জন।  এর মধ্য দিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ১৮৩।

এ সময় আক্রান্তদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হল ১০১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি ও মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া তিন ব্যক্তির একজন চট্টগ্রাম বিভাগ এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাইয়ে। এ ছাড়া জুনে ১৯, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন মারা যান। মার্চ ছিল মৃত্যুহীন। 

ডেঙ্গু নিয়ে জুলাইয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনে ৫ হাজার ৯৫১, জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১০ অগাস্ট পর্যন্ত হাসপাতালে গেছেন ৩ হাজার ২০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ৯৫ রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে।

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, ঢাকা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে সাত জন এবং সিলেট বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৭৪ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৮৯, ঢাকার বাইরে ৮৫ জন।