সোমবার, ১১ আগস্ট ২০২৫ , ২৬.শ্রাবণ.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৫ আগস্ট ২০২৫

জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে ২৫ শতাংশ

জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে ২৫ শতাংশ
বাংলাদেশ জুলাইয়ে রপ্তানি করেছে ৪৭৭ কোটি ডলারের পণ্য    ছবি:সংগৃহীত

অর্থবছরের প্রথম মাসে বাংলাদেশ রপ্তানি করেছে ৪৭৭ কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়  রপ্তানি হয় প্রায় ৩৮২ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে সাড়ে ২৪ শতাংশের মতো। এ সময় প্রায় ৩৯৬ কোটি ডলার পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ কোটি ডলার বেশি। গত বছরের জুলাইয়ে পোশাক রপ্তানি হয় প্রায় ৩১৮ ডলারের।

চলতি অর্থবছরের প্রথম জুলাইয়ে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, মাছ, প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য থেকে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ডলার, যা গত বছরের একই সময় ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার। এ খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ২৯ শতাংশ।

কৃষিপণ্য থেকে আয় হয়েছে ৯ কোটি ডলারের কিছু বেশি। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৩ শতাংশ বেশি। কৃষিপণ্যের মধ্যে সবজি ও তামাকের রপ্তানি বেড়েছে, কমেছে চা রপ্তানি।

হোম টেক্সটাইলে গত মাসে রপ্তানি আয় এসেছে ছয় কোটি ৮০ লাখ ডলারের। গত বছরের জুলাই মাসের তুলনায় এটি ১৩ শতাংশ বেশি।

বিভিন্ন প্রকৌশল পণ্য রপ্তানি করে জুলাইয়ে এসেছে পাঁচ কোটি ৮২ লাখ ডলারের মতো। গত বছরের একই সময় এ খাত থেকে এসেছিল তিন কোটি ৩৪ লাখ ডলার। রপ্তানি আয় বেড়েছে ৭৪ শতাংশ। পাট ও পাটপণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ। জুলাইয়ে রপ্তানি হয়েছে পাঁচ কোটি ৫৪ লাখ ডলারের। গত বছরের একই মাসে রপ্তানি হয়েছিল পাঁচ কোটি ২৮ লাখ ডলারের।

গত মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি হয়েছে চার কোটি ১২ লাখ ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৪৩ শতাংশ বেশি। বিশেষায়িত বস্ত্র রপ্তানি করে গত মাসে এসেছে তিন কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল দুই কোটি ৬৬ লাখ ডলার।