বুধবার, ১৩ আগস্ট ২০২৫ , ২৮.শ্রাবণ.১৪৩২

লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫৬, ৬ আগস্ট ২০২৫

নোয়াখালীতে খালে মাইক্রোবাস

পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু
রেকার দিয়ে টেনে তোলা হয় গাড়িটি ছবি:সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে।বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 


সেখানে থেকে বেঁচে ফিরেছেন গাড়িচালকসহ ৬ জন। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাসালী বাড়ি। ওই বাড়ির ওমানপ্রবাসী বাহারকে ঢাকার বিমানবন্দর থেকে নিয়ে আসার সময় পথে বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- প্রবাসী বাহারের মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মিম আক্তার (২), নানি ফয়জুন নেসা (৮০), ভাইয়ের স্ত্রী লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)। বেঁচে ফিরেছেন- প্রবাসী বাহার, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইসকান্দর মির্জা, শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি ও গাড়িচালক রাজু। 


পরিবার সূত্রে জানা যায়, বাহার প্রায় আড়াই বছর পর ওমান থেকে দেশে আসে। তাকে এয়ারপোর্ট থেকে আনতে মাইক্রোবাস ভাড়া করে মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিবারের ১১ সদস্য। পরে বুধবার ভোরে বিমানবন্দর থেকে বাহারকে নিয়ে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে এলে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রহমতখালী খালে পড়ে যায়। গাড়ির দরজা লক করা ছিল। এ অবস্থায় ৬ জন জানালা দিয়ে বের হতে সক্ষম হলেও  বাকিরা বের হতে পারেননি। খালে পানির তীব্র স্রোত ছিল। তাই দ্রুত গাড়িটি তলিয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তারা পানির নিচে ছিলেন। এতে ডুবে তারা মারা যান। বুধবার সকালে নিহতদের বাড়িতে গিয়ে মাতম দেখা যায়।