রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ আগস্ট ২০২৫

বালিয়াকান্দিতে বিএনপি নেতার অর্ধদিবস হরতালের ডাক

বালিয়াকান্দিতে বিএনপি নেতার অর্ধদিবস হরতালের ডাক
খোন্দকার মশিউল আজম চুন্নুর সংবাদ সম্মেলন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম চুন্নু তার বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চুন্নুর দুই সন্তানসহ ৮ জনের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

চুন্নু এক সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সংবাদ সম্মেলনে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বালিয়াকান্দি বাজার বণিক সমিতি।

সংবাদ সম্মেলনের আগে বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খোন্দকার মশিউল আজম চুন্নু একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৪৮টি মিথ্যা মামলা করা হয়েছিল। এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে সোমবার রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হরতালের ঘোষণা দেন। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিক উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক সামুদুর রহমান ও বিএনপি নেতা শাহজাহান।

এদিকে সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দির সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে খোন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে শিবলুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান মামলাটি আমলযোগ্য অপরাধ হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় চুন্নুসহ আটজনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবিসহ প্রবাসীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে।