রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ২০ আগস্ট ২০২৫

তারাই সংস্কার ও পিআর চায় না

যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: দেলাওয়ার

যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: দেলাওয়ার
ঢাকা মহানগর দক্ষিণের সহকারি সেক্রেটারী দেলাওয়ার হোসেন

যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারাই সংস্কার ও পিআর পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারি সেক্রেটারী ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তাদের কাছে ক্ষমতাই মূখ্য বিষয়, জনতা নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে জুলাই সনদের আইনি বাস্তবায়ন ও তার ভিক্তিতে নির্বাচন হওয়ার কথা বলেন তিনি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনে আরো বলেন, ‘আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করছি। অতীতে জামায়াতে ইসলামী শুধু আসন বাড়ানোর চিন্তা নিয়ে নির্বাচন করেছিল। এবার শুধু মাত্র আসন বাড়ানোর চিন্তা নয়, আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে ভোট বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩শ’ আসনে বিজয়ের স্বপ্ন নিয়ে আমরা আমাদের এমপি প্রার্থী ঘোষণা করেছি। তবে আমরা একটা নির্বাচনী জোট করার পরিকল্পনা করছি, সেক্ষেত্রে হয়তো কিছু আসন তাদেরকে ছেড়ে দিতে হবে। এদেশের দেশপ্রেমিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী জোট হবে ইনশাআল্লাহ্। এই জোট হবে বাংলাদেশের সর্ব বৃহৎ এবং শক্তিশালী জোট। এবং এই জোটই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।’

দোলাওয়ার হোসেন বলেন, ‘আজকে বহুভাবে আমাদেরকে চোখ রাঙ্গানো হচ্ছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পই না। তারা জানে না আমরা শহীদদের উত্তরসূরী। যারা হাসি মুখে ফাঁসিকে বরণ করতে পারে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, চোখ রাঙ্গিয়ে কখনো পরাজিত করা যাবে না।’

জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, সহকারি জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।