বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ৩০.আশ্বিন.১৪৩১

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১৩ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার পপি

ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার পপি
নিলুফার আনজুম পপি, সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬টি ভোট।

অনিয়মের কারণে স্থগিত হওয়া এই আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ শেষে এই তথ্য জানান ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মেদ খান।

এ আসনের স্থগিত হওয়া কেন্দ্র ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৫৫ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এরমধ্যে এ কেন্দ্রে নিলুফার আনজুম পপি ১ হাজার ২৯৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।

জানা গেছে, গত ৭ জানুয়ারি ভোট চলাকালে ওই কেন্দ্রে দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বিজয়ী নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।