যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সরকার গঠনে পূর্ব ঘোষণা অনুযায়ী যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে বিএনপি সরবে না। আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার (৮ আগস্ট) লন্ডনে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্কতার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বৈঠকের শুরুতে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে’।
বৈঠকে অংশগ্রহণকারী নেতারা জানান, তারেক রহমান আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে বলেছেন। নির্বাচনের আগে যে-কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলগুলোকে কাজ করার তাগিদ দেন।
নেতারা আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।