ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ২০৯

ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। অঅর হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। এর মধ্য দিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৪ জনে। হাসপাতালে ভর্তি রোগীর বেড়ে হলো ২১ হাজার ৩২৭ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয় জুলাইয়ে।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও জুলাইয়ে ছিল সবচেয়ে বেশি; ১০ হাজার ৬৮৪ জন। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে এক হাজার ৭৭৩ জন ও জুনে ভর্তি হন পাঁচ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ৮৩ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে দুজন রোগী ভর্তি হন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩২৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২১ জন।