রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ২১ আগস্ট ২০২৫

বন্দরে ৩ নম্বর সতর্কতা, অতি ভারী বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা  

বন্দরে ৩ নম্বর সতর্কতা, অতি ভারী বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা  
ফাইল ফটো

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটার বা তার বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে ভূমি ধসের আশঙ্কা রয়েছে।  

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া নদী, খাল-বিল ও নিম্নভূমি এলাকায় বন্যার ঝুঁকিও বাড়তে পারে। ফলে নদী তীরবর্তী এলাকা, পাহাড়ি অঞ্চল ও খাল-বিল সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে উচু ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

শুক্রবার সারা দেশে বৃষ্টি ও বাতাসের পূর্বাভাস আগের দিনের মতো, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী ২৪ আগস্ট রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

২৫ আগস্ট সোমবার রংপুর ও সিলেটের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের মাইজদীকোর্টে ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।