রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ২০ আগস্ট ২০২৫

থেমে থেমে বৃষ্টি হবে আজ

থেমে থেমে বৃষ্টি হবে আজ
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আজ বুধবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়ে কয়েক দিন স্থায়ী হতে পারে।

গতকাল মঙ্গলবার স্থল নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে এবং তা অন্তত তিন দিন থাকতে পারে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই।