রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২০ আগস্ট ২০২৫

এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘শতবর্ষে সুলতান’

এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘শতবর্ষে সুলতান’
এস এম সুলতান ফাইল ফটো

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের (১৯২৪-১৯৯৪) জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন ও এইচএসবিসি বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘শতবর্ষে সুলতান’। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান।

প্রদর্শনীতে আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা বিরল আলোকচিত্র প্রদর্শিত হবে। এর সঙ্গে থাকবে তার ব্যক্তিগত সংগ্রহের অরিজিনাল নেগেটিভ, হস্তাক্ষর ও স্মারক। এসব আলোকচিত্রের অনেকগুলো জনসম্মুখে প্রথমবারের মতো প্রদর্শিত হবে। নড়াইলের মাছিমদিয়া গ্রামীণ নিবাস এর প্রথম দিকের দিনগুলো থেকে থেকে শুরু করে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত সুলতানের যাত্রার ঘনিষ্ঠ চিত্র এতে ফুটে উঠানোর প্রয়াস নেওয়া হয়েছে।


এই উপলক্ষে ‘Seeding the Soul’ শিরোনামে একটি স্মারক ক্যাটালগ প্রকাশিত হবে।

আগামী শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। ভেন্যু ঠিক করা হয়েছে- ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনশালা, লেভেল ১, বেঙ্গল শিল্পালয় বাড়ি ৪২, রোড ২৭, ঢাকা ১২০৯। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা প্রদর্শনী চলবে, সাপ্তাহিক বন্ধ রোববার।

সুলতানের অনন্য শিল্পযাত্রা ও উত্তরাধিকার উদ্যাপনে আপনাদের আন্তরিক উপস্থিতি কাম্য।