রোববার, ৩১ আগস্ট ২০২৫ , ১৫.ভাদ্র.১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ১৯ আগস্ট ২০২৫

এস এম সুলতান ও নভেরা স্মরণে আলোচনা অনুষ্ঠান

এস এম সুলতান ও নভেরা স্মরণে আলোচনা অনুষ্ঠান
রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘সৃজনে-স্মৃতিতে’ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংগৃহীত

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীতে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৫টায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সৃজনে-স্মৃতিতে’ শুরু হয় এ আয়োজন। এতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অন্যরা।  
    
রিজভী আহমেদ বলেন, বিশ্ব সভ্যতার কেন্দ্র হচ্ছে গ্রাম। আর গ্রামের প্রধান পুরুষ কৃষক। সেই কৃষকের ছবি এঁকে এস এম সুলতান তাদের জীবন-সংগ্রামকে চিত্রিত করেছেন অসাধারণ দক্ষতায়। তিনি বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত ছিলেন। তার সামগ্রিক শিল্পচর্চা, জীবনবোধ ও সৃজনশীলতাকে আমি অতুলনীয় মনে করি।

এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় দে রিপন। আলোচনায় আরও অংশ নেন সুলতানের ঘনিষ্ঠ ছাত্র মাহবুব জামাল শামিম ও শিল্পপ্রেমী আসাদুল করিম শাহীন। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস।

সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন। যেখানে স্মরণ করা হয় বাংলাদেশ ভাস্কর্য জগতের পথিকৃৎ নভেরা আহমেদকে। তার জীবন ও শিল্পযাত্রা নিয়ে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিফাত সুলতানা। আলোচনা পর্বে অংশ নেন নভেরা গবেষক ও শিল্প-ইতিহাসবিদ ড. রেজাউল করিম সুমন এবং শিল্পী নাসিম আহমেদ নাদভি। 

এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলি যেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিল্পানুরাগীদের জন্য এক নতুন অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে– এ কামনায় শেষ হয় দিনের আয়োজন।