বৈষম্যবিরোধী আন্দোলনে জাপার সমর্থন ছিল: আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় পার্টির (জাপা) জি এম কাদেরের বিরোধী অংশের নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে জাপার সমর্থন ছিল। আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতেও জাপার সমর্থন ছিল।
শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার (৯ আগস্ট) জাপার একাংশের দশম জাতীয় সম্মেলন ঘিরে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গত বছরের ২৯ জুলাই এক সভায় পার্টি বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন ব্যক্ত করে। পরে সরকার পতনের এক দফাতেও জাপার সমর্থন ছিল। আমরা কোনো অন্যায়ের সহযোগী ছিলাম না।
তিনি বলেন, ২০২৪ সালের ২৯ জুলাই পার্টির প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিলাম। ব্যক্তিগতভাবে অনেকেই সমর্থন দিয়েছিল। এমন কী ১ পয়েন্ট ডিমান্ড ও সাপোর্ট করেছি। আমার কাছে কাগজ আছে। বলা হয় আমরা সহযোগী, বিশ্বাস করি নিয়মতান্ত্রিক ভাবে; দেশে সরকার তখন বৈধ সরকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার যখন নির্বাচন দিয়েছি, সেই নির্বাচনে অংশ নিয়েছি।
নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা ও কাউন্সিল করার প্রত্যয়:
আগামীকাল জাতীয় পার্টির কাউন্সিল করার ঘোষণা দেন জাপা এই নেতা। পাশাপাশি নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সম্মেলন করছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছি। গঠনতন্ত্রের ২০ এর ২ এর খ, যেখানে লেখা আছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে সিনিয়র কো চেয়ারম্যান হবেন ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান। যদি সিনিয়র কো চেয়ারম্যান না থাকেন, তাহলে প্রেসিডিয়ামের সদস্যদের মধ্য থেকে একজনকে মনোনীত করতে পারবেন। সেই হিসেবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, আদালতের আদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। জাপা চেয়ারম্যান যাদের অপসারণ করেছেন আদালতের আদেশে আমরা স্বপদে বহাল আছি। জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বিধিনিষেধ রয়েছে। এই আদেশ জারি হয়েছে ৩১ জুলাই, এখন ও তারা আদালতে কোন আপিল করেন নাই।
কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন দেশের মানুষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে যে সাহস, যে সংগ্রাম, যে পরিবর্তনের প্রত্যাশা দেখেছিল— সেই আশাকেই বাস্তবতায় রূপ দিতে জাতীয় পার্টি নতুন অভিযাত্রায় নেমেছে।
সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য প্রমুখ।