লকডাউনের সময় ৫ মে পর্যন্ত বাড়ছে, চালু হচ্ছে না গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ২৭ এপ্রিল ২০২১

আপডেট: ২২:৪৭, ১৫ মে ২০২১

লকডাউনের সময় ৫ মে পর্যন্ত বাড়ছে, চালু হচ্ছে না গণপরিবহন

কোলাজ পলিটিক্সবিডিডটকম

ঢাকা (২৬ এপ্রিল): চলমান দ্বিতীয় দফা লকডাউন বা বিধিনিষেধের সময় আরও বাড়ছে। কিন্তু গণপরিবহন চলবে না। তবে এখনকার মতো দোকানপাট, শপিংমল খোলা থাকবে। 

সোমবার দুপুরে চলমান করোনা পরিস্থিতি ও বিধিনিষেধ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উবর্ধতন এক কর্মকর্তা এতথ্য জানান। 

ওই কর্মকর্তা জানান, সব ঠিকঠাক থাকলে সোমবার বিকেল নাগাদ এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

তিনি জানান, দেশে করোনাভাইরাসের পরিস্থিতি এখনও নাজুক। সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিনই শতাধিক মৃত্যু হচ্ছে। এই অবস্থায় বিধিনিষেধের বা লকডাউনের সময় বাড়ানো ছাড়া অন্যকোন উপায় নেই। বিধিনিষেধের সময় বাড়ানো হলেও এখনকার মতো দোকানপাট, শপিংমল খোলা থাকবে। তবে গণপরিবহন চলবে না। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।