সাদাপাথর লুটপাটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
								দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
তিনি বলেন, মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটি আগামী রোববার তাদের প্রতিবেদন জমা দেবে।
তিনি আরও বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য আজ একটা সভা আহ্বান করেছি। সভায় বিস্তারিত আলোচনা করা হবে। তাছাড়া আমাদের অভিযান চলমান আছে। আগামীতেও চলবে।
প্রসঙ্গত, সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত সাদাপাথর পর্যটনকেন্দ্রের জন্য দেশে-বিদেশে চলছে হাহাকার। নয়নাভিরাম সাদাপাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে, এমন দৃশ্য কেউ মেনে নিতে পারছে না। যে পাথরের ওপর দিয়ে গড়িয়ে যাওয়া স্বচ্ছ জলধার সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসতেন হাজার হাজার পর্যটক।
কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় থেকে লুটপাট চললেও গত কয়েকদিনে প্রকাশ্যেই চলে লুটের মহোৎসব। লুটপাটে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সংরক্ষিত রেলওয়ে বাঙ্কার ও তৈরি হয়েছে বড় বড় গর্ত। লুটপাট বন্ধে প্রশাসনের তৎপরতা নিয়ে আছে বিস্তার অভিযোগ।
পাথর লুটের সাথে প্রথম থেকে ওঠে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের নাম। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। পাথর লুটের অভিযোগে সোমবার তার পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
 
					
				

























