উভয়মুখী যাত্রীদের চাপ শিমুলিয়া ফেরিঘাটে

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ১৬ মে ২০২১

উভয়মুখী যাত্রীদের চাপ শিমুলিয়া ফেরিঘাটে

শিমুলিয়া ফেরিঘাট

মুন্সিগঞ্জ (১৫ মে): ঢাকায় ফিরতে শুরু করেছে গ্রামে যাওয়া মানুষজন। কাল থেকে কর্মস্থল খোলার কারণে শনিবার  দক্ষিণবঙ্গের অনেকে কর্মজীবি ঢাকায় ফিরছেন। অন্যদিকে, অনেকেই ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন। এরফলে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উভয়মুখী চাপ দেখা গেছে। 

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ প্রসঙ্গে পলিটিক্সবিডি’কে জানান, ভোর থেকেই ঘাটে উভয়মুখী যাত্রীদে চাপ রয়েছে। দুটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। তিনি জানান, এই নৌ-রুটে বর্তমানে ১৬টি ফেরি চালু আছে। 

শনিবার ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে এই ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উভয়মুখী যাত্রীদের চাপ বাড়তে থাকে। 

এছাড়া দুপুর একটা পর্যন্ত  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। সব যাত্রী ও যানবাহনকে পর্যায়ক্রমে পার করা হবে।
 

আরো পড়ুন