ছুটি শেষ: কাল খুলছে অফিস, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ১৫ মে ২০২১

ছুটি শেষ: কাল খুলছে অফিস, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার 

ফাইল ফটো

ঢাকা (১৫ মে): আগামীকাল রবিবার খুলছে অফিস আদালত। একইসঙ্গে ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেযারবাজার। পবিত্র ঈদুল ফিতরের জন্য সরকারি তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। 

গত বৃহস্পতিবার থেকে সরকারি এই তিনদিনের ঈদের ছুটি শুরু হয়। শুক্রবার সারাদেশে পালিত হয় ঈদুল ফিতর।

ছুটি শেসে রবিবার প্রথম কর্মদিবসে অন্যান্যবারের মতো কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে যোগ দিবেন। বিশেষ করে যারা ঢাকায় ছিলেন, তারা যোগ দেবেন। আর গ্রামে ঈদের ছুটিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। কারণ গ্রামে ঈদ করতে যারা যান তারা সাধারণ ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটিও নেন। 

তবে এবার গ্রামে ঈদ করা মানুষদের ঢাকায় ফিরতে বেশ কষ্ট হবে। গণপরিবহন বন্ধ থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হবে। 

এদিকে, আগামীকাল চলতি বিধি-নিষেধ অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা থাকবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। এরপর আভ্যন্তরীণ কাজের জন্য ব্যাংক সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে। তবে কোন লেনদনে হবে না। আর দেশের শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।